সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের চাঁপাইল ব্রীজ এলাকায় বালু বোঝাই ট্রলি গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় এসএসবি ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রীজের গোড়ায় হঠাৎ করে ব্রেক করলে গাড়িতে থাকা হেলপার আকাশ শিকদার(১৫) চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। সে এসএসবি ইট ভাটার মালিকানাধীন ট্রলিতে হেলপারী করত বলে জানান আকাশের পিতা আমিনুর শিকদার।
রবিবার (৩ মার্চ) সকালে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন বিট ইনচার্জ পংকজ কুমার জানান, সকালে বালু বোঝাই ট্রলি গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় এসএসবি ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রীজে ওটার সময় ব্রেক করলে গাড়িতে থাকা হেলপার আকাশ শিকদার(১৫) গাড়ীর চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়েছে। আকাশ শিকদার উপজেলার চর মধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। এ ঘটনার সাথে সাথে ট্রলি নিয়ে পালিয়ে যান ড্রাইভার। নিহত আকাশ শিকদারের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)বোরহান উদ্দিন জানান এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ হবে।