বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৩ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। উপজেলার শিবদীঘি তিন রাস্তা মোড়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সমবেত পোষ্টার হাতে বিভিন্ন শ্লোগান দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রানীশংকৈল চৌরাস্তার উদ্দেশ্যে রওনা হলে পরে মাঝপথে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখান থেকে বিভিন্ন শ্লোগানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
এদিকে কর্মসূচি ঘিরে পুলিশ বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এ বিষয়ে ওসি জয়ন্ত কুমার সাহা মুঠো ফোনে বলেন, মিছিল চলা কালে পুলিশ তাঁর দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছে। কোথাও কোন অপিতকর ঘোটনা ঘটে নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।