রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)’র দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (১২ অক্টোবর) প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ রাণীসংকৈল উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পি ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা রাণীসংকৈল উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানার এস আই দেলোয়ার হোসেন। নির্বাচন পরিদর্শন করেন সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ ও পৌর বিএনপি’র সম্পাদক মহসিন আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাব পুরাতনের আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক মাহবুব আলম।