রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
অতিতে পুলিশ যে সমস্ত ভুল করেছে। সেই সব অতিতের ভুল শুধরিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ। এ জন্য সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন হাইওয়ে রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাইওয়েতে ঝুকিপুর্ন যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুকিপূর্ণের তালিকায় মোটর সাইকেল রয়েছে। এই মোটর সাইকেল চালকের মধ্যে আন্ডার এজের বেশি। দেশের বেশিরভাগ দূর্ঘটনায় আমাদের ছেলেরাই মারা যাচ্ছে।
যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দূর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে। এগুলো সচেতনতার মাধ্যমে এই দূর্ঘটনার হার কমানো সম্ভব। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা দরকার। আর পুলিশ হলো সিভিলিয়ান পুলিশ। পুলিশ আর্মি বিডিয়ারের মতো না।
এ জন্যই সিভিলিয়ানের সাথে এক সাথে কাজ করা। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের অনেক বদনাম আছে। বলছি না যে, আমি পীর সাহেব, তবে হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে নেতিবাচক দিকগুলো থেকে উত্তোরতর উন্নতি ঘটিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা পরিবর্তিত সময়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ যদি কোন অপরাধ করে এমন তথ্য প্রমাণ থাকলে, আমাদের দিবেন অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অতিতের সকল ভুল শুধরিয়ে সঠিক পথে চলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলি, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী রাসেল, বাসসের সিনিয়র সাংবাদিক মামুন উর রশীদ মামুন, সাংবাদিক এ কে এম মইনুল হক, রংপুর সিটি প্রেসক্লাব সাবেক সভাপতি স্বপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপনসহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।