বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির ছোড়া স্প্রেরের বিষাক্ত চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের নারী-পুরুষ শিশুসহ ৪ জন সদস্য অচেতন। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের দক্ষিণ ভান্ডারা গ্রামে। বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে অচেতন ব্যক্তিরা হলেন, মৃত. কিসমত উদ্দিনের ছেলে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনজুর এলাহী(৪৬), তার স্ত্রী লিলিনা বেগম(৪২) ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিয়ন আলী(১১) ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার(১৪)।
পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালের খাবার খেয়ে যে যার মতো কাজে চলে যায়। হঠাৎ দুপুরের দিকে সকলে অজ্ঞান হয়ে পরি। তবে তাঁদের ধারণা রাতে দুষ্কৃতিকারীরা রান্না ঘরের মশলায় খাদ্যে মিশ্রিত চেতনা নাশক স্প্রে করে রেখেছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডা. আব্দুস সামাদ চৌধুরী বলেন, চেতনা নাশক ওষুধ মিশ্রিত খাবার খেয়ে এরা অজ্ঞান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তবে সকলে এখন আসংখ্যা মুক্ত।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক বলেন, একই পরিবারের ৪ জন অজ্ঞানের খবর শুনে থানা পুলিশের একটি টিম ঘটনায়স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।