বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার(৩ ডিসেম্বার) ২০২৪ইং ডিসেম্বর বিকেল পাঁচটায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ এই মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিলে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডল, শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা সামেদুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মর্তুজা হক অস্টিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবাব আলী সরকার, সদস্য সচিব আনোয়ারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিয়ার রহমান মিন্টু, সদস্য সচিব মোস্তাফিজার রহমান, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন ডেভিড, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা।
আনন্দ মিছিল শেষে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন বলেন তারেক রহমানের নামে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করায় আমরা আনন্দ মিছিল করেছি, অতি দ্রুত তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরবে, সেদিন বাংলাদেশের মানুষ তাকে বরণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় অবস্থান করবে।