বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের বনাঢ্যা র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১ জানুয়ারি) ২০২৫ইং বিকেল ৩টায় দলীয় কার্যালয় থেকে ছাত্রদলের ফুলবাড়ী উপজেলা আহবায়ক জিয়াবুর রহমান নেতৃত্বে এক বর্ণাঢ্যা র্যালি বের হয়।
র্যালিটি ফুলবাড়ী শহর প্রদক্ষিন করে নিমতলা মোড়ে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. জিয়াবুর রহমন।
তিনি তার বক্তেব্যে বলেন, ছাত্রদল গঠনের পর থেকে ছাত্ররাজনীতিতে সক্রীয় ভূমিকা রাখছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল রাজনীতিতে এগিয়ে গেছে। প্রত্যেকটি আন্দোলনে ছাত্রদল অংশগ্রহণ করেছে। ১৬ বছরের আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী।
আওয়ামী লীগের গুম, খুনের শিকার হয়েছে যারা তাদেরকে আজকে স্মরন করতে হচ্ছে। তাদের পরিবারগুলি নিঃস্ব হয়ে গেছে। দেশের অর্থনীতি কাঠামো ধ্বংস করেছে, ব্যাংক লুট করেছে, এদেশের মানুষকে নিঃস্ব করে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের বাংলার মাটিতে ঠাই নেই। তাদের বিচার না হলে জুলাই আগষ্টের নিহতদের আত্মার শান্তি পাবে না।
প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন পাপ্পু, যুগ্ন আহবায়ক মো. কামেল, পাভেল আজাদ, নাঈমুর, সাবু মহন্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব কাশেম পাপ্পু যুগ্ন আহবায়ক প্রীতম প্রসাদ, আহসান হাবীব আকাশ সহ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মো. আল আমিন পাপ্পু।