");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--h5grh1 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--h5grh1 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--h5grh1 .gt_switcher .gt_current{display:none}.gt_container--h5grh1 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--h5grh1 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--h5grh1 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--h5grh1 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--h5grh1 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--h5grh1 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা এবং সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি এর অবসরপ্রাপ্ত জমাদার অব ব্যাংক গার্ড আলী আকবর মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষে নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এনজিও কর্মকর্তা রাকিব হাসান জনি এর পিতা এবং ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর সাধারণ সম্পাদক নারী উদ্যোক্তা ইসরাত জাহান ইতির শ্বশুর ছিলেন।
জানা যায়, নিহত আলী আকবর মন্ডল জয়পুরহাটের মৃতঃ সৈয়দ আলী মন্ডলের ছেলে। ব্যাংকে চাকরির সুবাদে ১৯৭৫ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে ফুলবাড়ী পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা হন। তিনি ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি চাকুরি জীবন থেকে অবসরে যান।
বুধবার (১২ মার্চ) বাদ যোহর জানাজা শেষে কানাহার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি, ফুলবাড়ী প্রেসক্লাব, ফুলবাড়ী থানা প্রেসক্লাব, সামাজিক সংগঠন আমরা করব জয়, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার, এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ গভীর শোক জানিয়েছেন।