শনিবার, ১০ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চৌকিবাড়ী ইউনিয়ন শাখা আয়োজিত চৌকি বাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষকদলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। (৯ মে) শুক্রবার বিকেলে যুগিগাতী বাজার চারমা চত্বরে।
চৌকিবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ (কেডি), সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, শেরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক রনি খন্দকার, শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর ইসলাম আরিফ, এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাহমুদুন্নবী মোহাম্মদ, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম আজাদ।
কোরআন তেলাওয়াত করেন মসজিদের ইমাম সানোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ স্থানীয় কৃষকদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চৌকিবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ।