রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে বাল্য বিবাহ কালে অভিযানের মাধ্যমে কনের পিতাকে আর্থিক জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১ টায় উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার ৪নং হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁরুভাঁজ গ্রামের আব্দুল হালিম তার ১৪ বছর বয়সি মেয়ে মোছাঃ হাসনা হেনাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর যাত্রী সহ বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয় মেম্বার ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ পরিবারের লোকজনকে ডেকে নিয়ে কথা বললে মেয়ের বাবা বাল্যবিবাহের কথা স্বীকার করেন।
ঘটনাস্থলে বাল্যবিবাহের সত্যতা প্রমাণিত হওয়ায় কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। এ সময় ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিবে না মর্মে তিনি মুচলেকা প্রদান করেন কনের বাবা।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা বলেন, আইনশৃঙ্খলার সভা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন মুলক আলোচনা করা হয়। তবুও কিছু মানুষ এভাবে বাল্যবিবাহ দিয়ে থাকে। এ ধরনের বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন সজাগ আছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে বাল্যবিবাহ দেওয়া থেকে মানুষ বিরত থাকে।