রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা হলরুমে পুরুষ্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শামসুজ্জামান।
এছাড়াও সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঞ্চয় কুমার, উত্তর রঘুনাথপুর মাদ্রাসার সুপারিনটেডেন্ট মোঃ হাবিবুর রহমান, সিএম নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা মাধ্যমিক অফিসের আয়োজনে, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় এর আওতায় উপজেলার এসএসসি ও এইচএসস- ২০২২/২৩ শিক্ষাবর্ষের মোট ৩২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।