শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে যুব মিছিল, শপথ বাক্য আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ হল রুমে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল, কোরআন তেলাওয়াত করেন মাওলানা আরিফুর রহমান, গ্ৰাম উন্নয়ন কর্মসংস্থার চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক বৃন্দ, উদ্যোক্তা আনোয়ার হোসেনসহ যুবক-যুবতীগণ উপস্থিত ছিলেন।