শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
সাম্প্রতিক রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিক ভাবে জামাই শ্বশুর নিহতের ঘটনায় নিহত রুপলালের স্ত্রী মালতী দাসকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুরের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা অনুদানের এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, নিহত রুপলাল দাসের মেয়ে নুপুরের বিয়ের জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হলো। ভুক্তভোগী পরিবারকে সার্বিক ভাবে সহযোগীতা করার জন্য ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমরা নিহত রুপলাল দাসের ছেলে জয় দাসের কর্মসংস্থান ও পরিবারটির স্বচ্ছলতার জন্য আরো কিছু করার চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা বিএনপির নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (শিপু), পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক পাপন দত্ত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।