শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ী সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সমবায় অফিসার সুলতান আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক অফিসার মামুনুর রশীদ ও হুমায়ূন কবীর, ধুনট সোনালী বানিজ্য সমবায় সমিতি লি. এর রাজু আহম্মেদ।
শ্রেষ্ঠ সমবায় হিসেবে পুরস্কার গ্রহণ করেন স্বাবলম্বী উৎপাদন মুখী শ্রমজীবী সমবায় সমিতি লি. এর শরিফুল ইসলাম (খোকন), একতা উৎপাদনমুখী কৃষি সমবায় সমিতি লি. এর মরিয়ম খাতুন, ধুনট সোনালী বাণিজ্যিক সমবায় সমিতি লি. এর শ্রী অঘোর সরকার, জীবিকা উন্নয়ন সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লি. এর আশরাফুল আলম( তারা), মিরকিখালি মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর শ্রী পলাশ চন্দ্র হালদার।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন অলোয়া ধেরুয়া হাটি যুব সমবায় সমিতি লি. এর ইয়াছির আরাফাত( রাফি), গিতাপাঠ করেন মথুরাপুর হালদার পাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর শ্রী হারান চন্দ্র হালদার সহ সমবায় বৃন্দ উপস্থিত ছিলেন।