রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
আনোয়ার হোেসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে মাও শিশু ডিজিটাল কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, আবাসিক মেডিকেল অফিসার এবিএম তানজিমুল হক মিল্লাত, মেডিকেল অফিসার রবিউল ইসলাম, সাবির হোসেন সরকার, টেকনোলজিস্ট ল্যাব জহুরুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর আহমেদ আলী শাহ্।এসময় ওই ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী শফিকুর স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স দেখাতে না পারাসহ নিজের অপরাধ স্বীকার করায় সংশ্লিষ্ট আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।