রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া ১১ মাইল মহিষাডাঙ্গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না করেই মহাসড়ক ঘেঁষে গড়ে উঠেছে খাবার হোটেল। আর হোটেল গুলোতে চলছে রমরমা মাদক ও দেহ ব্যবসা।
মহাসড়কের পাশ ঘেষে গড়ে উঠা প্রায় ২০ থেকে ৩০টা খাবার হোটেল আছে। ফসলি জমির উপর গড়ে উঠা এসব হোটেল গুলোতে প্রায় দিনে রাতে মাদক ও দেহব্যবসা হয় বলে সুত্রে জানা যায়।
মহাসড়কের বিত্তিপাড়া থেকে লক্ষিপুর এর মাঝামাঝি মহিষাডাঙ্গা গ্রামে হোটেল গুলোর সামনে সড়কের উপর প্রতিদিন শত শত ট্রাক সহ বিভিন্ন গাড়ী পার্কিং করা হয়।
মহাসড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস ও ট্রাকসহ অসংখ্য পরিবহন। এতে যেকোনো সময় দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
আইন মোতাবেক মহাসড়কের উভয় পাশের ১০ মিটারের মধ্যে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা, হাট, বাজার, দোকান ইত্যাদি নির্মাণ বা গাড়ী পার্কিং করা যাবে না।
স্থানীয়দের অভিযোগ- মহিষাডাঙ্গা মোড়ে মহাসড়কের সাথে হোটেল গড়ে উঠেছে। হোটেল গুলোর নিজস্ব পার্কিং-ব্যবস্থা নেই। নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন পন্য বহনকারী ছোট বড় ট্রাকসহ বিভিন্ন পরিবহন হোটেলটির সামনে রাখা হয়। এতে মহাসড়কটির জায়গা সঙ্কুুচিত হয়ে পড়েছে।
স্থানীয় অনেকেই অভিযোগ করেন- দীর্ঘ দিন ধরে ওই হোটেলটি ব্যবসা চালিয়ে গেলেও গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখেনি। স্থানীয় লোকজন বলেন,দূরপাল্লার ট্রাক গুলো মহাসড়কের নির্দিষ্ট ফাঁকা জায়গায় থামে; কিন্তু ওই হোটেলে খেতে আসা ক্রেতাদের এলোমেলো গাড়ি পার্কিংয়ের কারণে জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এমনকি রাতের আধারে মাদক বিক্রি সহ অনেক হোটেলে দেহব্যবসা করানো হচ্ছে।এই ধরনের অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে মাসের পর মাস। এসব হোটেলে প্রতিদিন যৌন কর্মী বিকেল থেকে ভোররাত পর্যন্ত গ্রুপ ভাগ করে এবং রাতের বেলায় আবারও অন্য গ্রুপ এসে পরের দিন সকাল পর্যন্ত দেহব্যবসা করে নিজ নিজ গন্তব্যে চলে যায়।
এই নিয়ে কিছু হোটেল মালিককে প্রশ্ন করা হলে তারা বলেন জায়গার সঙ্কট আছে। তবে বাস-ট্রাক থামায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেহব্যবসা এই রকম কোন কাজ হয় না তবে যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করা হোক
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান- ইতঃপূর্বেও ওই হোটেলের মালিককে নিজস্ব পার্কিংয়ের সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে। নানা অনিয়মে তাদের জরিমানাও করা হয়েছে।