সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা রসূলের মেয়ে রাছমা খাতুন(৩৭) এর হাত-পা বাঁধা লাশ গাজীপুরের পূর্ব ভুরুলিয়া এলাকার ভাড়াবাড়ীর সেফটি ট্যাংক থেকে উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
জয়দেবপুর থানা পুলিশের লাশ উদ্ধারের ঘটনার বিবরণীতে জানা যায় প্রায় দুই তিন দিন থেকে নিখোঁজ ছিল রাছমা খাতুন, পরে এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ওই বাড়াবাড়ীতে তল্লাশি চালিয়ে বাড়ীর আঙ্গিনায় অবস্থিত বাথরুমের সেফটি ট্যাংক থেকে হাত-পা বাধা অবস্থায় রাছমা খাতুন এর লাশ উদ্ধার করে।
পরে তার পরিবারের লোকজনকে খবর দিলে দিনাজপুরের ফুলবাড়ী থেকে পরিবারের লোকজন গেলে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে থানা পুলিশ।
গতকাল শনিবার রাত ৩টায় ফুলবাড়ী কানাহার কেন্দ্রীয় কবরস্থানে রাছমা খাতুনের দাফন কার্যসম্পন্ন করে পরিবারের লোকজন। রাছমা খাতুন এর বাবা রসুল জানান আমার নিরাপরাধ মেয়েকে মর্মান্তিকভাবে মারধর করে পা বেঁধে বাথরুমের সেফটি ট্যাংককে ফেলে দেয় তার পাষন্ড স্বামী মিনহাজুল, আমি মিনহাজুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে গতকাল রাতেই পলাতক মিনহাজুল কে ডিবি পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে। রাছামা খাতুন এর মর্মান্তিক এই হত্যাকান্ডে এলাকার মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং এলাকায় শোক বিরাজ করছে।