রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ই সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি তাপস শীলের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা এনজিও বিষয়ক কমিটির সদস্য সচিব নাছিমা আক্তারের সঞ্চালনায় এ সময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম হামিদ শাহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন চান্দিনা দিয়া এনজিও প্রতিনিধি মোঃ আবুল বাসার, মা সংস্থা এনজিও প্রতিনিধি কার্তিক দেবনাথ, এসডিও মাধাইয়া প্রতিনিধি তুজাম্মেল হক, পেইজ প্রতিনিধি মোঃ তারেক হোসেন, চান্দিনা নিজেরা করি প্রতিনিধি সুর্বনা আক্তার, ব্র্যাক শিক্ষা কর্মসূচি মোঃ খোরশেদ আলম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি আমজাদ হোসেন, উদ্দীপন ইলিয়াস শরীফ ব্র্যাক চান্দিনা এমএফ আকতার হোসেন, সাজেদা ফাউন্ডেশন মোঃ আলী আজম সহ চান্দিনা উপজেলা বিভিন্ন ইউনিয়ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।