লাতিফুল সাফি
- ৫ জুলাই, ২০২৩ /
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে খামারিদের গরু হৃষ্টপুষ্ট করণ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে।
গতকালের ন্যায় আজও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আনজিরোন্নেসা কৃষি ইনস্টিটিউট ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২০০ জন খামারিদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ ও সার্বিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম ফরহাদ নোমান, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল করিম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সৌদিয়া আক্তার, এলএফএ মহসিন আলী, খাদিজা আক্তার, এলএসপি মহসিন আলী , রেজাউল ইসলাম রেজা, বেবী আক্তার, আসাদুর রহমান মন্ডল, ভিএফএ ফিরোজ হোসাইন, এআই টেকনিশিয়ান মাহমুদুল হক, মোস্তাফিজার রহমান, দুলাল মিয়াসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী।