শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
শহীদ হাসান- সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে শাহিনুর রহমানের মৎস্যঘেরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের মাছ মেরে দিয়েছে অজ্ঞাতরা। ১৬ই অক্টোবর ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে ধরণা করা হচ্ছে।
ঘের মালিক শাহিন জানান- পূর্ব শত্রুতার জের ধরে এমন ক্ষতি করে থাকতে পারে অজ্ঞাতরা। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে জানানো হয়।