Thursday, April 25, 2024
Homeখুলনা বিভাগসাতক্ষীরা জেলাসাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় গ্রাম পুলিশ বাহিনীর মানববন্ধন

সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় গ্রাম পুলিশ বাহিনীর মানববন্ধন

মোঃ শহীদ হাসান- সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সমগ্র বাংলাদেশে সরকারি চাকুরীজীবীরা আজ অনেক সুযোগ সুবিধার অংশীদার হিসেবে কাজ করছে।

আমাদের বাংলাদেশে এমন অনেক ক্যাটাগরির লোক আছে যারা বছরের পর বছর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে অগ্রগতির দিকে।

কিন্তু তাদের চাকুরী এখনও পায়নি রাষ্ট্রীয় মর্যাদা, অর্থাৎ সরকারিকরণ। ঠিক তাদেরই মধ্যে এক শ্রেণির চাকরি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশবাহিনী।

তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ও এখনো পর্যন্ত তাদের চাকুরী জাতীয়তা প্রাধান্য লাভ করতে পারিনি।

তার কারণে আজ সকাল ১০ ঘটিকার সময় তারা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।

উক্ত মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সমগ্র গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ও গণমাধ্যমের লোকজন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments