মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ২রা সেপ্টেম্বর ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ত্রিশাল পৌর বিএনপির আহবায়ক গোলাম রাব্বানী বাদলের সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করা হয়।
এতে প্রধান বক্তা ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন।
বিশেষ অতিথি ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, ফখরউদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, ব্যারিস্টার আবুল হোসেন, ডাঃ মোফাখখারুল ইসলাম রানা ও আক্তারুজ্জামান বাচ্চু।
সম্মেলনে ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের সম্মতিতে প্রতি ওয়ার্ড থেকে পাঁচজন করে ৪৫ জন কাউন্সিলরদের ভোটে সর্বসম্মতিক্রমে আলেক চান দেওয়ানকে সভাপতি ও মোশাররফ হোসেন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ নিয়ে পদ বঞ্চিতরা ক্ষুদ্ধ হয়ে হট্টগোল শুরু করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন নেতা কর্মী আহত হয়।পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।