রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসল- রংপুর জেলা প্রতিনিধিঃ
দৈনিক চিত্রের রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ই ফেব্রুয়ারি ২৩ইং দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। দৈনিক চিত্রের রংপুর ব্যুরো প্রধান অজয় সরকার দুলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক চিত্রের প্রকাশক ও সম্পাদক মোঃ ইউনুছ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু।
এ সময় রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলামসহ দৈনিক চিত্রের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।