শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিরঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধুনট উপজেলার গোসাই বাড়ী ইউনিয়ন শাখা আয়োজিত গোসাইবাড়ী ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড কৃষকদলের কমিটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পারনাটাবাড়ী ঘাট পার ইট ভাটা এলাকায়।
গোসাইবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ (কেডি), সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ রেজা ভান্ডারী, গোসাই বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মঈনুল হাসান মুকুল, বিএনপি’র নেতা টগর, গোসাই বাড়ী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ. সভাপতি হামিদুল হকসহ গোসাই বাড়ী ইউনিয়ন কৃষক দলের ৭,৮ ও ৯নং ওয়ার্ড কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।