বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার পৌর এলাকার চান্দার পাড়া গ্ৰামের সাবেক ইউপি সদস্য ও সফল কৃষক শহিদুল ইসলাম তার ১৪ শতক জমিতে এক হাজার ছয়শ বারো মাসী রেলসন জাতের মরিচের চাষ করে বাম্পার ফলন পেয়েছেন।
উন্নত জাতের রেলসন মরিচের চারা জমিতে রোপণ করার ৪৫ দিনের মধ্যে মরিচ ধরে এবং পরবর্তী ৪৫ দিনে মরিচ বাজার জাত করা যায়। এই মরিচের গাছের আয়ুকাল ১০/ ১২ মাস, রেলসন মরিচ ঝালে স্বাদে অতুলনীয়। গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে। এই কারণে প্রত্যেক মরিচের গাছের গোড়ায় একটি করে খুঁটি পুঁতে দিতে হয়।
কৃষক শহিদুল ইসলাম বলেন, আমি এই রেলসন জাতের মরিচ এবছর নতুন জাত হিসেবে চাষ করেছি । তবে এ বছর অসময়ে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ক্ষতি হয়েছে, ১৪ শতক জমিতে উন্নত জাতের মরিচ চাষ করতে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে।
মরিচের চারা রোপণ করার ৪৫ দিনের মধ্যেই গাছে মরিচ ধরে এবং আরো ৪৫ দিন পরে আমি মরিচ বাজার জাত করে ভালো অংকের টাকা পেয়েছি । তিনি আশা করেন আবহাওয়া অনুকূলে থাকলে আমার এই জমি থেকে এক থেকে দেড় লক্ষ্য টাকার মরিচ বিক্রয় করা যাবে। তিনি আরো বলেন সরকারি ভাবে কিছু সহযোগিতা পেলে আরো বাম্পার ফলন করা যাবে।
উপজেলা কৃষি অফিসার আশাদুজ্জামান বলেন আমি ০২-০১-২০২৪ইং তারিখে শুনেছি তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষ করায় বাম্পার ফলন পেয়েছেন।