মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ জুলাই) সোমবার ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।
সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, সাংবাদিক আইয়ুব লোহানী, পরিবার পরিকল্পনা অফিস সহকারী, শাহাদাত হোসেন,পরিদর্শক শহিদুল ইসলাম,লথিফা আক্তার, মহিবুল আলম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের সহ পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।