বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাকদহগ্ৰামের বিলের পানি নিষ্কাশন করার কারণে শাকদহ গুচ্ছগ্রাম ভাঙ্গনে মুখে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, যে শাকদহ গ্রামের বাঙালী নদীর পশ্চিম পাশে শাকদহ নামক একটি গুচ্ছ গ্রামের পশ্চিম পাশে একটি বিল রয়েছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ফলে জলাবদ্ধতার কারণে এলাকার শত শত বিঘার ফসলীয় জমি পানিতে ডুবে গিয়ে ফসল নষ্ট হয়ে যায়। বিলের পূর্ব পাশে নদীর তীরে ৩০টি পরিবার গুচ্ছগ্রামে বসবাস করেন। জলাবদ্ধতার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায়। ফসলে জমির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
গুচ্ছগ্রামের উত্তর পাশ দিয়ে শাকদহ বিলের সরকারি একটি খাল রয়েছে। খালটি সংস্কারের অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে। খালটি সরকারি ভাবে সংস্কার করা হলে জলাবদ্ধতা থাকবে না বলে এলাকাবাসী মনে করেন। শাকদহ বিলের জোতদারগণ বিলের উত্তর পাশ দিয়ে নদীতে পানি প্রবাহিত না করে।
শাকদহ গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে দিয়ে একটি পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা করায় গুচ্ছ গ্রামের কিছু অংশ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে ভাংতে থাকলে একসময় শাকদহ গুচ্ছগ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এ বিষয়ে শাকদহ গুচ্ছ গ্রামের বাসিন্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।