সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে নড়াগাতি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতারএকজন। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানায় পলাশ খান (৩৬) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের খোরশেদ খানের ছেলে। নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস ও মফিজ মোল্যার নেতৃত্বে জয়নগর ইউনিয়নের নয়নপুর গ্রামের তিনরাস্তা মোড় এলাকা থেকে পলাশ খান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে চার’শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।