রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এসপি কাজী এহসানুল কবীর। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলি বর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরো অনেকে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ২০২৫ইং রাত ১২:০১ মিনিটে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল।
এ সময় মীর শরীফুল হক, ডিআইও-১ মোঃ সাজেদুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জসহ মোঃ শাহাদারা খান (পিপিএম), জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।