শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার উদ্যোগে এবং জেলা বিএনপির সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দিনব্যাপী হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন। এসময় জেলা ড্যাব এর আহ্বায়ক ডা. মো. সোহেলুর রহমান সোহেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গির সেপু,হারুন অর রশিদ খোকন,আকবর আলি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল নোমান কল্লোল, সাবেক ছাত্রনেতা সানাউল হক তনি, ডা. রেদোয়ান জুবায়ের রিয়াদ, সদস্য সচিব ড্যাব নীলফামারী জেলা এবং জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩০০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি ব্লাড গ্রুপিং কার্যক্রম ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতেও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।