শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার ২৮শে মার্চ পৌর হাজী কল্যান সমিতির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সড়কের কালেক্টরেট ৩য় শ্রেণি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী যৌথ গ্রন্থাগারে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়।
এতে পৌর হাজী কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোজাম্মেল হক রাসেল। এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শাহিন চৌধুরী, জেলা হাজী কল্যান সমিতির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এন কে আলম চৌধুরী, জেলা হাজী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ময়েজ উদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, পৌর সাধারণ সম্পাদক সামসুল হক, সহ-সম্পাদক নুরুন্নবী, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোজাহারুল হক।
পৌর হাজী কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবহান জানান- ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এইচ এম মাঈন উদ্দিন আহমেদের সহযোগীতায় পাঁচ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও রোগীদের জন্য ডায়াবেটিকস সমিতিকে একটি হুইল চেয়ার দেয়া হয়।’ এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।