সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজলার কচুকাটা ইউনিয়নর বদর কচুকাটা গ্রাম পুকুরে পানিতে ডুবে মাহিন (৩) নামে এক শিশুর মত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। মাহিন ওই গ্রামের আমির হাসানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে- ঘটনার সময় মাহিনের মা সাংসারিক কাজ ব্যস্ত ছিল। বাড়ির উঠানে খেলছিল মাহিন। হঠাৎ কর শিশুটি বাড়ির পিছনে চলে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। এলাকার মানুষজন তা দেখতে পায় দ্রুত পুকুরে নামপ শিশুটিকে উদ্ধার করে জলঢাকা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনাটি পুলিশকে অবগত করে শিশুটির মরদহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।