বুধবার, ০৯ Jul ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে গতকাল রাত ৮.০০টার সময় জেলার পুলিশ সুপারের এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহাদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ আটোয়ারী থানার তত্ত্বাবধানে, একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বারঘটি তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমানের নের্তৃত্বে আটোয়ারী থানার অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭.৪০ ঘটিকায় আটোয়ারী থানাধীন বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের মেইন গেট সংলগ্ন নির্মাণাধীন মসজিদের সামনে পাঁকা রাস্তায় ওৎ পেতে থেকে মোটর সাইকেলযোগে মাদক পরিবহনের সময় আসামী মোঃ হারুন অর রশিদ(৩৪), পিতা- মোঃ হরমান আলী, সাং- পুরাতন আটোয়ারী(বন্দরপাড়া), থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড়কে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪ বোতল বিদেশী মদ ও ১টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক মোটর সাইকেল, বিদেশী মদ ও ফেন্সিডিল জব্দ করা হয়।
এ বিষয়ে আটোয়ারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।