সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে তৌসিব খান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ১৩ই জুলাই-২০২২ইং তারিখ সকাল আনুমানিক ৮টার সময় উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের বড় খান বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু ওই বাড়ির বাসিন্দা মোঃ তহিদ খানের ছেলে।
তৌসিবের দাদা মোঃ সরোয়ার খান জানান- বুধবার সকালে সবার চোখের আড়ালে তসিব নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি করে ঘরের পাশের পুকুরে ওর লাশ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। শিশুদের চোখে চোখে রাখার পরামর্শ দেন তিনি।