বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
আফজাল হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি.
সারা দেশে ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পরিবেশ রক্ষায় ও জনসচেতনতা মূলক বাইসাইকেল র্যালি শুরু করেন। তারা গত ১৫ নভেম্বর ২০২৪ইং তারিখে থেকে আমাদের ৬ সদস্যের একটি টিম নিয়ে এ যাত্রা শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পঞ্চগড় থেকে বাইসাইকেল যোগে তাদের যাত্রা শুরু করে ফুলবাড়ীতে এসে কিছুক্ষন অপেক্ষা করেন। ২০১৬ইং সালে ২৬শে অগষ্ট কয়লাখনি বিরোধী আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় শহীদ মিনারে গিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এডমিন শামীম মাশুক আলম। তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। সাধারণ জনগনকে সচেতন হতে হবে।
বেশি করে গাছ লাগাতে হবে, সেখানে সেখানে পলিথিন ফেলে রাখা যাবে না এবং পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমরা বাইসাকেল র্যালির মাধ্যমে ৬৪ জেলা প্রদক্ষিণ শুরু করছি। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর বোরহান উদ্দীন, অর্নব কুমার রায়, মং মিউনাই।
এছাড়া উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংবাদিক মেহেদী হাসান সৌরভ।