সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে কার্ভাটভ্যানের সাথে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু‘জন। এদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের হলদিবাড়ী এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শহরের হলদিবাড়ী দোলাপাড়া গ্রামের আতিকুর রহমানের ছেলে লালু(৩৮) ও চন্ডিপুর ইউনিয়নের বড় চন্ডিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আঃ মজিদ(৪০)।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার হলদিবাড়ীতে একটি ব্যাটারিচালিত ভ্যানের সাথে বীপরিত দিক থেকে আসা একটি কোরিয়ার সার্ভিসের কার্ভাটভ্যানের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মারা যান ব্যাটারিচালিত ভ্যানের চালক লালু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান ভ্যানের যাত্রী আঃ মজিদ।
মডেল থানার ওসি তদন্ত হাফিজ মোঃ রায়হান জানান, লাশের শুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কার্ভাট ভ্যানটি আটক করে থানার জিম্মায় নেয়া হয়েছে।