বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
দুলাল হোসে- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে গত শুক্রবার ১৯শে মে এক জনসভায়
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির
প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি’র নির্দেশে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় জনতা ভবন থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা চত্বরে উপজেলা আ’লীগের সহঃ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সহঃ সভাপতি অ্যাড, মফিজুর রহমান, সিনিয়র যুগ্ন সম্পাদক আনিচুর রহমান, যুগ্ন সম্পাদক ও পৌর আ’লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, যুগ্ন সম্পাদক ও নওমালা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সূর্যমনী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদেও সদস্য শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর আ’লীগের সভাপতি এনায়েত খান সানাসহ অনেকেই।