শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়ন পরিষদের বেহাল অবস্থা ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের কর্মমূখী দর্জি প্রশিক্ষণ ধুনটে গোপালনগর ইউনিয়নে ওয়ার্ড কৃষকদলের কর্মী সম্মেলন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে নষ্ট করলো জমির ধান ধুনটে গোপালনগর ইউনিয়নে কৃষকদলের কর্মী সম্মেলন নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার মনোনয়ন পেয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে সাইফুল ইসলাম ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন ফুলবাড়ীর বড়গ্রাম সীমান্ত এলাকায় থেকে বিপুল পরিমান মাদক আটক অসময়ে বৃষ্টির ফলে অসংখ্য কৃষকের ধান ক্ষতিগ্রস্ত ধুনটে জাতীয় সমবায় দিবস উদযাপন রংপুরে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপিত নীলফামারীতে উদ্বোধন হলো জৈব সার কারখানা পাথর খনি শ্রমিকদের সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা উপবৃত্তি প্রদান ধুনটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন নীলফামারীতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ধুনটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে “চট্টগ্রাম সাংবাদিক সংস্থা”র সভা

ডেস্ক সংবাদঃ
চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) উদ্যোগে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি তুষার দাসের শ্রদ্ধেয় শ্বশুর চন্দন কুমার বিশ্বাসের স্মরণে এক স্মরণসভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর সদরঘাট কালি বাড়ি মোড়স্থ স্যাডেল পিক রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, “চন্দন কুমার বিশ্বাস ছিলেন একজন সৎ, আত্মপ্রত্যয়ী ও মানবিক গুণে গুণান্বিত মানুষ। এমন একজন ব্যক্তির স্মরণে আয়োজিত এ সভা প্রমাণ করে, ভালো মানুষ কখনও হারিয়ে যায় না।

তিনি আরো বলেন, “আমাদের রাজনীতির মূল চেতনা হওয়া উচিত জনগণের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঠিক এই চেতনা নিয়ে দলের হাল ধরেছেন। তাঁর নেতৃত্বে আমরা জনগণের জন্য রাজনীতি করি, রাজনৈতিক জীবনে আমরা বারবার দমন-পীড়নের শিকার হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আদর্শচ্যুত হইনি। সাংবাদিকরা আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, তারেক রহমান এবং আমরা সাংবাদিকদের পাশে আছি এবং থাকব। স্বাধীন ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে, এবং আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা ডঃ জিনবোধি ভিক্ষু। তিনি বলেন, “মানুষের জীবনে কিছু সম্পর্ক হৃদয়ের গভীরে স্থায়ী হয়। প্রয়াত চন্দন কুমার বিশ্বাস তেমনই একজন, যাঁর প্রজ্ঞা, সততা ও সামাজিক দায়বদ্ধতা প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিকের ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু। বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপী এবং কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এ্যাডঃ মোঃ হেলাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাইকেল চৌধুরী এবং চসাসের দাতা সদস্য মোঃ মোশতাক আহমেদ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক ও সমাজকর্মী প্রণব রাজ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য তুষার দাস, সাংবাদিক সামির হোসেন মোহন, আব্দুল মালেক, সাংবাদিক আনিছুর রহমান, পলাশ কান্তি নাথ, জাহাঙ্গীর আলম, আব্দুল মোমিন, মোঃ সাইফুল, রাফিকা আক্তার, শাকিল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবীর চৌধুরী, আফনান আনসারী মোজাহেদুল ইসলাম শাকিব সহ প্রমূখ। স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন চসাসের কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে স্মরণসভা শেষ হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com