রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ রংপুর সদর উপজেলা বনাম তারাগঞ্জ উপজেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪ টার দিকে রংপুর জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উক্ত খেলায় নির্ধারিত ৯০ মিনিটে রংপুর সদর উপজেলা বনাম তারাগঞ্জ উপজেলা কেউই গোল করতে পারেনি। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে রংপুর সদর উপজেলা পাঁচটি প্ল্যানটি শর্ট এর মধ্যে চারটি গোল করে আর একটি শর্ট মিস করে। অপরদিকে তারাগঞ্জ উপজেলা পাঁচটি প্লান্টে শর্ট এর মধ্যে তিনটি গোল করে আর দুইটি শর্ট মিস করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন গোলকিপার পারভেজ। পারভেজ খেলায় ট্রাইবেকারে দুটি পেনাল্টি শর্ট আটকিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম, জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. দুলাল হোসেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুবেল রানা। এছাড়াও খেলা পরিচালনার কমিটির সদস্যরাসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।