রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলােদশ ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই-২৩) সকাল ১০ টার দিকে নগরীর টাউন হলে অনুুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর মহানগর শাখার আয়াজেন এ প্রোগ্রামে আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর মহানগর শাখার সভাপতি সুব্রত সরকার মুকুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলোক নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মন্ডল, উদ্বোধক বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল, প্রধান বক্তা বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, বিশেষ অতিথি অতিরিক্ত সচিব সোবক ট্রাস্ট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সুশান্ত চন্দ্র খাঁ, লক্ষীকান্ত রায়, চঞ্চল সাহা, দীপক বণিক আকাশ, সুশান্ত ভৌমিক, স্বপন রায়, রামজীবন কুন্ডু,পার্থ ঘোষ, রতন চৌহান, ডক্টর নিত্য চন্দ্র বর্মন, পরিমল মহন্ত, ভবেশ মোহন্ত, ডাক্তার কাজল চন্দ্র বর্মন, পরশ মহন্ত, স্বপন শর্মা প্রমুখ।