সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে কুদ্দুস আকনের ঘরে রাতের গভীরে সিধ কেটে রিসান(৭) বছরের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। পুলিশের তৎপরতায় চুরি হওয়া সেই শিশু সহ জাকির নামে এক ব্যক্তিকে বাকেরগঞ্জ থেকে আটক করা হয়েছে।
চুরির ঘটনা ঘটে শনিবার ৬ই আগস্ট দিবাগত রাত ১১টা দিকে। শিশু রিসান ওই গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান- উপজেলার কাছিপাড়া ইউনিয়নে কারখানা গ্রামে হাবিবুর রহমানের ছেলে মোঃ রিসান(৭) একই এলাকার নানা কুদ্দুস আকনের বাড়িতে শিশুটির মা হাওয়া বেগম সহ বসবাস করতেন। বরাবরের মতো রাতের খাবার খেয়ে মায়ের সাথে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ১১টার দিকে শিশুটির বড় ভাই শরিফ হোসেন(১৪) ঘুম ভাঙ্গলে রিসানকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দিলে ঘরের আন্যান্য লোকজন উঠে খোজাঁখুজি করতে থাকে। এক পর্যায়ে ঘরের সিধ কাটা দেখতে পায়। পরে বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে থানায় খবর দেয়া হয়।
এদিকে থানা পুলিশ জানান- রবববার ৭ই আগষ্ট বিকেল ৪টার দিকে চুরি হওয়া শিশু রিসানসহ চোর জাকির হোসেন, পিতা- হালিম ডাক্তার, গ্রাম- বাজেমহল, ইউপি- কেশবপুর, উপজেলা- বাউফলকে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট থেকে আটক করা হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ আল-মামুন 71sangbad24.com -এর জেলা প্রতিনিধিকে বলেন- সংবাদ পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এবং শিশুটি উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। অভিযানে শিশু সহ চোর আটক করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।