শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ইউনিয়ন কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সবাই নির্বাচিত। ইউনিয়নের নাম ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ।
জানা গেছে, ৮নং চর বংশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল ১৫ আগস্ট শুক্রবার হওয়ার কথা থাকলেও তা আর না হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের আখন নির্বাচিত হন। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপির আহবায়ক জেডএইচএম নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজী রায়পুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। সাংগঠনিক সম্পাদক আবু তাহের স্বপনও ছিলেন সাবেক বিএনপি নেতা। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এ্যাড. হারুনুর রশিদ বেপারী।