শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
অটোরিকশা চালকদের সচেতন করতে কোতোয়ালী থানা পুলিশের আয়োজনে ৬ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের সভাপতিত্বে নগরীর তারেক স্মৃতিঅডিটরিয়াম চত্বরে সচেতনতামূলক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুল ইসলাম।
অটোচালক সমিতির নেতৃবৃন্দের সহায়তায় মতবিনিময় সভায় বক্তরা যত্রতত্র রাস্তাঘাটে অটো থামিয়ে যানজট তৈরি না করা এবং অজ্ঞাত স্থানে বখাটেদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।