বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের বিশেষ কম্বিং অপারেশনে ১০ হাজার মিটার অবৈধ জাল ও দুই জেলেকে আটক করা হয়েছে। রবিবার বেলা ১১টায় তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়।
সূত্র জানায়- ১৯শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত চলমান কম্বিং অপারেশন বাস্তবায়নের লক্ষে সরকার নিষিদ্ধ কারেন্ট, মেহন্দি, বেন্দি ও বাঁধা জাল জব্দ অভিযানে নামে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশের কালাইয়া ইউনিট।
ওই সময় তারা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের নাসির ব্যাপারী(৪৫) ও কচুয়া গ্রামের মামুন ফরাজী(৩২) কে তেঁতুলিয়া নদীতে অবৈধ বেন্দি জাল দিয়ে মাছ শিকারের অপরাধে আটক করে জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্ট জাল।
আটককৃতদের মৎস্য আইনে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অংশ গ্রহণ করেন বরিশাল জোনের নৌ পুলিশ পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার দিন-ই-আলম, কালাইয়া নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ লুৎফর রহমান ও সহকারী মৎস্য অফিসার আনিচুর রহমান।