মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
০১/০৯/২০২২ খ্রিস্টাব্দে সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবি’র কার্ড হোল্ডারদের মধ্যে আটা ও চাল বিতরণ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব রায়না আহমেদ, যুগ্মসচিব, খাদ্য মন্ত্রণালয়।
আরও উপস্থিত ছিলেন- জনাব ইকবাল বাহার চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।