মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
অদ্য ৫ই আগস্ট ২০২২ইং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার রফিক উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে স্থাপিত স্মৃতি বেদীতে ডিআইজি ময়মনসিংহ রেঞ্জের পক্ষে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ এনামুল কবির,অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সহ রেঞ্জ ও ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন অফিসারবৃন্দ।
এরপর অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ মহোদয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।