মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা)(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ৪ঠা আগস্ট ২০২২ইং তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এরই মাঝে এসআই (নিঃ) অসীম কুমার দাস, এএসআই (নিঃ) মাসুম রানা, এএসআই (নিঃ) রেজাউল করিম প্রত্যেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ৩টি জিআর বডি তামিল করে। তারা হলোঃ বলাশপুরের মোঃ আবুল কাশেম এর পুত্র মোঃ নাসির উদ্দিন, অষ্টধার এর মোস্তফা এর পুত্র এনামুল(২৫), চকশ্যামরামপুর এর মৃতঃ ছিদ্দিকুর রহমান পুত্র মোঃ এরশাদ(৩০)।
এ ছাড়াও এএসআই (নিঃ) আনোয়ার হোসেন এবং এএসআই (নিঃ)রুহুল আমিন প্রত্যেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ২টি সিআর বডি তামিল করে। তারা হলোঃ মাসকান্দা হাইস্কুল মোড়ের মৃত-ইবরাহিম হোসেনের পুত্র মোঃ আমিরুল/আমিরুল ইসলাম(৩৩), কৃষ্টপুর মালঞ্চ কলোনীর মোঃ রতন মিয়ার পুত্র মোঃ আকাশ মিয়া।
এদিকে এএসআই (নিঃ) হাফিজুর রহমান ১টি সাজাপ্রাপ্ত আসামী সিআর বডি তামিল করেন। সে হলোঃ গলগন্ডা স্কুল রোডের মৃতঃ আবু সাঈদের পুত্র মোঃ মাসুদুর রহমান। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।