সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ২২শে অক্টোবর (শনিবার) ২২৭ জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
এ লক্ষে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধ ৭১ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক মোজাহিদ খান ভোলা, সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান প্রমুখ।