রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
সম্রাট- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সোমবার সন্ধ্যায় উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান ও হাবিবুল্লা। তারা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে মারা গেছেন ৩ জন।
আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান- আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল।
এ সময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
তারা সবাই অটোরিকশার যাত্রী। আহত হয়েছেন আরও পাঁচজন।