বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে রংপুর মহানগর ইসলামি ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শাপলা চত্বর মোড়ের টার্মিনাল রোডে অবস্থিত ইসলামি ছাত্রশিবিরের মহানগর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি গোলাম জাকারিয়া। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিবিরের মহানগর সাধারণ সম্পাদক নুরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি, রংপুর সরকারি কলেজ সভাপতি এবং অন্যান্য সম্পাদক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, মুখপাত্র ইয়াসির আরাফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, রশিদ সাবাব নাসিফ, মুশফিকুর রহমান ফাহিম, সদস্য সচিব রহমত আলী, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রংপুর মহানগর সভাপতি মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রংপুর মহানগর প্রতিনিধি নাইমুর রহমান, মো. আরাফাত হোসেন সহ সংগঠন গুলোর অন্যান্য নেতৃবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, আওয়ামী লীগ বিভিন্ন রুপে দেশকে অস্থিতিশীল করে চলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় নেতাদের উপর বিভিন্ন ভাবে হামলা করতেছে এগুলো বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।
যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন বলেন, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করার আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহবায়ক ইমরান আহমেদ বলেন প্রশাসনের নিস্ক্রিয়তা আমাদের দেশের জন্য অশনি সংকেত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের জীবন দিয়ে লড়াই করতেই হবে।
সভাপতির বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন দেশের ক্রান্তিলগ্নে সকল ছাত্র সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিস্টদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসনের জন্য হুশিয়ার করে বলেন ফ্যাসিস্টদের কোনো সহযোগিতা তারা করতে পারবে না। জুলাই গনহত্যার বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। ফ্যাসিবাদী আমলের সকল মিথ্যা মামলা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে।
আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইসলাম ছাত্রশিবির সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার প্রয়াস, বর্তমান প্রশাসনিক কাঠামোয় আওয়ামী দোষরের লুকিয়ে থাকার বিষয় সহ কিছু ব্যাক্তি বা সংগঠনের মামলা বাণিজ্যের বিষয়গুলো উক্ত মতবিনিময় সভায় সকল ছাত্রসংগঠনের প্রতিনিধিদের বক্তব্যের মাধ্যে উঠে আসে।